কোপা আমেরিকার শিরোপা জয়ের পর বৈশ্বিক সফরে পাঁচটি ম্যাচ খেলেছিল ব্রাজিল। যার একটিতেও জয় পায়নি সেলেসাওরা। অবশেষে জয়ের দেখা পেল পাঁচ ম্যাচ ধরে জয় বঞ্চিত থাকা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তিতের শিষ্যরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। এ ম্যাচেও চোটের কারণে ছিলেন না দলের প্রাণভোমরা নেইমার। আর বিশ্রামে থাকায় খেলেননি নিয়মিত অধিনায়ক দানি আলভেজ।
ম্যাচের শুরু থেকেই এশিয়ার দলটিকে চাপে রাখে ল্যাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। নয় মিনিটের মাথায়ই দক্ষিণ কোরিয়ার জালে বল জড়ায় তিতের শিষ্যরা। গোলটি করেন লুকাস পাকুয়েতা। সেলেসাওদের পক্ষে প্রথমার্ধে দ্বিতীয় গোলটি করেন কৌতিনহো। ২-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। দুই দলই বারবার চেষ্টা করেছিল প্রতিপক্ষের জালে বল জড়াতে। শেষ পর্যন্ত ৬০ মিনিটের মাথায় দলের লিড বাড়িয়ে দেন দানিলো। দানিলোর গোলে ৩-০তে এগিয়ে যায় ব্রাজিল। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আজকের বাজার/আরিফ