দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চলতি মাসে ভারত যাচ্ছেন

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী মুন জায়ে-ইন আগামী ৮ জুলাই থেকে ১১ জুলাই ভারত সফর করবেন। খবর রয়টার্স’র।

সোমবার (২ জুলাই) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

রয়টার্স’র খবরে বলা হয়, সফরকালীন সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মুন। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সহযোগিতা বিষয়েই আলোচনা করবেন তারা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ রক্ষার্থে ভারত সফর করবেন প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। সফরকালীন সময়ে ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

উল্লেখ্য, এটাই হবে মুনের প্রথম ভারত সফর।

আজকের বাজার/একেএ