দক্ষিণ কোরিয়ার হাসপাতালে আগুন, নিহত ৩৩

দক্ষিণ কোরিয়ায় একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭০ জন। এর মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার সকালে দেশটির মিরিয়াং এলাকার সিজন হাসপাতালে এ ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মিরয়াং এলাকায় অবিস্থত ওই হাসপাতালটিতে স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

জানা গেছে, সিজং নামের ‍ওই হাসপাতালটিতে বেশির ভাগই বৃদ্ধদের সেবা দেওয়া হয়। আগুন লাগার সময় হাসপাতালে ২০০ রোগী ছিলেন।

এ ব্যাপারে দেশটির ফায়ার সার্ভিসের প্রধান চৌই ম্যান-উ জানিয়েছেন, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, হাসপাতালের ইমার্জেন্সি রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।