দক্ষিণ কোরিয়ায় আরো ১৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৪৬ জনে। চীনের বাইরে ভাইরাসটিতে দক্ষিণ কোরিয়াতেই সবচেয়ে বেশি লোক আক্রান্ত হয়েছে। কোরিয়া সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন(কেসিডিসি)এর ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, করোনায় দেশটিতে ১১ জন মারা গেছে। এর মধ্যে একজন মঙ্গোলিয়ান রয়েছে। ইয়োনহুপ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, লিভার প্রতিস্থাপনের জন্যে ওই মঙ্গোলিয়ান হাসপাতালে ছিলেন।
দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের ৯০ শতাংশই দায়েগু প্রদেশের। দেশটির চতুর্থ বৃহত্তম এ শহর থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। প্রতিবেশী গিয়াংসাং প্রদেশেও করোনাভাইরাস ছড়িয়েছে। কর্তৃপক্ষ জনগণের প্রতি বাড়তি সতর্কাবস্থা গ্রহণ এবং তাদেরকে বাড়িতে অবস্থানের অনুরোধ জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী চাং শি কিউন দিয়াগুতে এক বৈঠকে বলেছেন,‘ভাইরাস নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।’তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান