দক্ষিণ কোরিয়ায় বুধবার নতুন করে ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৫০ জনে দাঁড়িয়েছে।তাদের মধ্যে অন্তত ১১ জন দক্ষিণাঞ্চলীয় নগরী দেইজুর বাসিন্দা।
চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দক্ষিণ কোরিয়ার বাণিজ্য প্রধান দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক ধস নেমেছে।
কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (কেসিডিসি) এক বিবৃতিতে বলেছে, নতুন করে ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত সনাক্তের পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জন। তাদের মধ্যে ১৩ জন দেইজু ও আশপাশের এলাকার। তাদের ১১ জন করোনা আক্রান্ত ৬১ বছরের এক নারীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কেসিডিসি জানায়, তাদের ১০ জন ওই নারীর সঙ্গে একটি চার্চে গিয়েছিলেন।