দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার দেশটিতে আরো ২৫৬ জন আক্রান্ত সনাক্তের পর সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২২ জন। চীনের বাইরে এই সংখ্যা সবচেয়ে বেশি।
দেশটিতে আক্রান্ত রোগীর শতকরা ৯০ভাগ সেখানের উৎপত্তিস্থল দিগু নগরী ও প্রতিবেশী জিয়াংসাং প্রদেশের। কেন্দ্র আরো জানায়, সেখানে সর্বশেষ ১৩ জনের মৃত্যুর পর আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান