দক্ষিণ কোরিয়ায় জিমে অগ্নিকাণ্ড : নিহত ১৮

দক্ষিণ কোরিয়ার একটি ক্রীড়া কেন্দ্রে আগুন লেগে ১৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির রাজধানী সিউল থেকে ১০৪ মাইল দূরে জেসিওন শহরের একটি আটতলা ভবনে আগুন লাগে। আগুন নেভাতে ৬০ জনের বেশি অগ্নিনির্বাপক কর্মী কাজ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দক্ষিণাঞ্চলের জেসিওন শহরে অবস্থিত আটতলা ভবনের নীচতলায় আগুনের সূত্রপাত হয়েছিল। ওই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যায়ামাগারে বেশি লাশ পাওয়া গেছে। এ সংখ্যা বাড়তে পারে।

আগুন লাগার পর অনেকেই ভবনের ছাদে উঠে যান। ছাদ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অনেককেই হাসপাতালে নিতে হয়।

সূত্র: বিবিসি

আজকের বাজার: এসএস/সালি, ২১ ডিসেম্বর ২০১৭