দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র বিষয়ে সিদ্ধান্ত এগিয়ে নিতে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ ঘন্টার দক্ষিণ কোরিয়া সফরে ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট মুন জা ইনের সঙ্গে সাক্ষাত করবেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা নিয়ে আলোচনাই ট্রাম্পের এজেন্ডার মূলে রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট।

৭ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় সকালে জাপান থেকে উত্তর কোরিয়া আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি ম্যালেনিয়া ট্রাম্প। ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ওসান বিমান ঘাঁটিতে নামে।এরপর বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেয় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

হোয়াইট হাউজ কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়ার পারমানবিক ও মিশাইল হুমকিকে কঠোরভাবে প্রতিহত করার জন্য তার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করাই ট্রাম্পের এ সফরের উদ্দেশ্য। তবে এরপর কোরিয়ার সীমান্তে বিধ্বংসী যুদ্ধের আশংকা করছে অনেকে।

বিবিসির খবরে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার সিউলে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধের জানিয়ে র‍্যালি করেছে দেশটির সাধারণ জনগণ। পাশাপাশি ট্রাম্পকে স্বাগতও জানিয়েও কর্মসূচি দিয়েছেন জনতা।

আজ সিউলের দক্ষিণে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ক্যাম্প হামফ্রিতে যাবেন তিনি। সেখানে নিয়োজিত মার্কিন সেনাদের সঙ্গে দেখা করবেন ট্রাম্প। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গেও দেখা করবেন তিনি।

সম্প্রতি জাপানের উপর দিয়ে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। যেগুলো জাপান সাগরে গিয়ে পড়ে। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

এশিয়া সফরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়া সফরকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক সম্পর্ক ও তাদের ঐক্য জোরদার করা প্রতিবেশি দেশ উত্তর কোরিয়াকে পরোক্ষ বার্তা দেওয়া।

আজকের বাজার:এলকে/এলকে ৭ নভেম্বর ২০১৭