দক্ষিণ কোরিয়ায় একটি পাঁচ তলা ভবন ভাঙতে গিয়ে অন্তত নয় জন নিহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।
বুধবার রাজধানী সিউলের দক্ষিণ পশ্চিমের গুয়াংজু শহরে ভবনটি ভাঙার সময় এর সামনে এসে একটি বাস থামে। বাসটির ওপর ভবনটি ধ্বসে পড়লে এর ভেতরে থাকা ১৭ যাত্রীর নয়জন ঘটনাস্থলেই প্রাণ হারায়। বাকিরা মারাত্মক আহত হয়।
ন্যাশনাল ফায়ার এজেন্সি এ কথা জানিয়েছে।
এদিকে ভবনটি ধসে পড়ার আগেই এ কাজে নিয়োজিত সকল শ্রমিককে সরিয়ে নেয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।