দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের চলমান একটি যৌথ নৌ মহড়ার প্রতিবাদে আরও একটি বিবৃতি প্রচার করেছে উত্তর কোরিয়া।
১৯ অক্টোবর বৃহস্পতিবার এ মহড়ার বিরোধিতা করা একটি সংগঠনের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
বিবৃতিতে এ যৌথ মহড়াকে কোরীয় উপদ্বীপের পরিস্থিতির অবনতি ঘটানো এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা মারাত্মক সামরিক উস্কানি উল্লেখ করে এর সমালোচনা করা হয়েছে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে উত্তর কোরিয়া যে পছন্দমত সময়ে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেটা এদের কখনও ভুলে যাওয়া উচিৎ নয়।
শক্তিশালী পাল্টা পদক্ষেপ গ্রহণে উত্তর কোরিয়া সম্পূর্ণ প্রস্তুত আছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
কোরীয় উপদ্বীপের চারদিকের সমুদ্রে যৌথ সেই মহড়া সোমবার শুরু হয়ে শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে।
সূত্র : এনএইচকে
আজকের বাজার : এমএম / ১৯ অক্টোবর ২০১৭