ক্রমেই দুই কোরিয়ার সম্পর্ক মধুর হচ্ছে। কনর্সাট পরিবেশনের জন্যে দক্ষিণ কোরিয়া ১৬০ জন শিল্পীকে উত্তর কোরিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার কি-পপ ষ্টার্স ২০০৭ সালের পর এই প্রথম উত্তর কোরিয়ায় সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে।
অস্ত্রবিরতি গ্রাম পানমুনজুমে আন্তঃকোরীয় বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, কনর্সাট পরিবেশনের জন্যে সিউল আগামী ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চারদিনের সফরে উত্তর কোরিয়ায় ১৬০ শিল্পীর একটি দল পাঠাবে।খবর এএফপির।
সঙ্গীত দলে থাকছেন দক্ষিন কোরিয়ার বিশিষ্ট পপ শিল্পী চো ইয়াং পিল, চই জিন হেসহ ৫ সদস্য বিশিষ্ট কে-পপ গ্রুপের শিল্পীরা।
আজকের বাজার/আরজেড