দক্ষিণ চীন সাগরে বিতর্কিত এলাকায় চীনের বিমানবন্দর

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীন বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক খবরে এ দাবি করা হয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার দক্ষিণ চীন সাগরের ওই এলাকার প্রায় সাড়ে ১৬ হাজার ফুট ওপর দিয়ে উড়ে যায় মার্কিন নৌবাহিনীর একটি বিমান। ওই বিমানে ছিলেন সিএনএন’র সাংবাদিকও। তারা দেখেছেন, কৃত্রিম দ্বীপে পাঁচতলা ভবন নির্মাণ করা হয়েছে। রাডার, পাওয়ার প্লান্ট স্থাপন করা হয়েছে। একইসঙ্গে বড় রানওয়ে নির্মাণ করা হয়েছে যাতে সামরিক বিমানগুলো সহজেই ওঠানামা করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি উড়ে যাওয়ার সময় অন্তত ছয়বার সতর্ক করেছে চীনা সামরিক বাহিনী। মার্কিন বিমানকে সতর্ক করে বলা হয়, ‘কোনো ভুল বোঝাবুঝির আগেই এলাকা ত্যাগ কর’। মার্কিন বিমানটির নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট লরেন কালেন বলেন, সাগরের মাঝখানে বিমানবন্দর দেখে অবাক হয়েছি। এদিকে চীন বলেছে, সার্বভৌমত্ব রক্ষায় দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়ানো খুবই জরুরি। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে।

আজকের বাজার/একেএ