চলতি মওসুমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় পাটের বাম্পার ফলন হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।জেলাগুলো হচ্ছে-যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।এ ৬ জেলায় মোট ১লাখ ৫৭ হাজার ২শ’৩৭ হেক্টর জমিতে তোষা জাতের পাটের চাষ হয়েছে এবং উৎপাদন হয়েছে ৪লাখ ৯হাজার ৯শ’৬৮ মেট্রিক টন পাট।ছয় জেলার মধ্যে কুষ্টিয়া জেলায় সবচেয়ে বেশি জমিতে পাটের উৎপাদন হয়েছে।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মওসুমে যশোর জেলায় ২৩ হাজার ৫শ’৬৫ হেক্টর জমিতে পাটের উৎপাদন হয়েছে ৫৮ হাজার ৯শ’১২ মেট্রিক টন পাট।এছাড়া ঝিনাইদহ জেলায় ২২হাজার ৪শ’৫০ হেক্টর জমিতে পাটের উৎপাদন হয়েছে ৫৯ হাজার ২শ’৬৮ মেট্রিক টন,মাগুরা জেলায় ৩৫ হাজার ৪শ’৭৫ হেক্টর জমিতে ৮৫ হাজার ১শ’৪৯ মেট্রিক টন, কুষ্টিয়া জেলায় ৩৯ হাজার ৫শ’১৭ হেক্টর জমিতে ১লাখ ৪হাজার ৭শ’২০ মেট্রিক টন,চুয়াডাঙ্গা জেলায় ১৬ হাজার ৫শ’৩০ হেক্টর জমিতে ৪৩ হাজার ৮শ’৪ মেট্রিক টন এবং মেহেরপুর জেলায় ১৯হাজার ৭শ’ হেক্টর জমিতে ৫৮ হাজার ১শ’১৫ মেট্রিক টন তোষা জাতের পাটের উৎপাদন হয়েছে।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মওসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় পাটের বাম্পার ফলন হয়েছে।এ অঞ্চলের জেলাগুলো পাট চাষের উপযোগী।ফলন ভালো হওয়ায় এবং ন্যায্যমূল্য পাওয়ায় এ অঞ্চলের কৃষকেরা পাট চাষের দিকে ঝুঁকে পড়েছেন।এসব জেলার উৎপাদিত পাট দিয়ে খুলনা ও যশোরের বিভিন্ন পাটকলের পাটের চাহিদা পূরণ হয়ে থাকে বলে তিনি জানান।