দক্ষিণ বৈরুতে ইসরাইলি হামলায় নতুন করে ১২ জন নিহত

লেবানন বলেছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে ইসরাইলি হামলার শুক্রবার ১২ জন নিহত হয়েছে।
বৈরুত থেকে এএফপি জানায়, একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়।
বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলায় সেখানে  দুটি ভবন ধসে পড়েছে।
মন্ত্রণালয় বলেছে,”বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরাইলি শত্রুর হামলায় শহিদের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে এবং ৬৬ জন আহত হয়েছে, যার মধ্যে নয় জনের অবস্থা গুরুতর।”
উদ্ধারকারীরা এখনো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান করছেন বলে জানা যায়। (বাসস)