দক্ষিণ সুদানে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ একবছর বাড়ালো জাতিসংঘ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দক্ষিণ সুদানে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে। দেশটিতে ২০১৮ সালে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্রের লিখিত এ খসড়া প্রস্তাব শুক্রবার নিরাপত্তা পরিষদের ১৩ সদস্যের ভোটে পাশ হয়। ভারত ও কেনিয়া ভোট দেয়া থেকে বিরত থাকে। প্রস্তাবে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ ২০২২ সালের ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই এ অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছিল।
জাতিসংঘ প্রস্তাবে বলা হয়, দক্ষিণ সুদানে অব্যাহত সংঘাতের কারনে নিরাপত্তা পরিষদ খুবই উদ্বিগ্ন। একইসঙ্গে বারবার অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গের নিন্দাও জানিয়েছে সংস্থাটি।
নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সদস্য রাষ্ট্র বিশেষ করে ওই অঞ্চলের দেশগুলোর প্রতি অস্ত্র নিষেধাজ্ঞা পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে।
দক্ষিণ সুদানে গত ছয় বছরের গৃহযুদ্ধে প্রায় ৩ লাখ ৮০ হাজার লোক প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে ২০২০ সালের ফ্রেবুয়ারি মাসে জাতীয় ঐক্যের সরকার গঠনের মধ্যদিয়ে।