দক্ষিণ সুদানে The International Organisation For Migration সংস্থায় কর্মরত ৩জন স্বাস্থ্য কর্মী বিবাদমান দুটি দলের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।
বুধবার সংস্থাটি জানায়, ডেমোক্র্যাটিক রিপাব্লিক অফ কঙ্গো সীমান্তের কাছে বিভিন্ন এলাকায় তারা ইবোলা রোগের শনাক্তকরণ কার্যকলাপ বন্ধ করে দিচ্ছেন। তারা জানান লড়াইয়ের কারণে সেখানকার পরিস্থিতি বিপজ্জনক হওয়ার কারণে সেখানকার কর্মসূচি চালানো সম্ভব নয়।
জুবায় অবস্থিত সংস্থার পক্ষ থেকে জোরালো ভাষায় এই হামলার নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের শাস্তির আবেদন জানানো হয়।
বিবৃতিতে বলা হয় জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীরা কান্ডজ্ঞানহীন বর্বরোচিত হামলার শিকার হতে পারেন না।
আজকের বাজার/লুৎফর রহমান