দক্ষিণ সুদানের একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ সেপ্টেম্বর) ১৯ আসনের বাণিজ্যিক ‘বেবি এয়ার’ বিমানটি রাজধানী জুবা থেকে যাত্রা করেছিল।
রাজ্যের তথ্যমন্ত্রী তাবান আবেল আগুয়েক জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে ২২ জন যাত্রী ছিল। বিমানটি ১৯ আসনের। তিনি জানান, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে।
আগুয়েক বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন শিশু এবং একজন কো-পাইলট।
তিনি বলেন, এখনও দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিমান বিধ্বস্তের সময় আবহাওয়া ভালো ছিল না। কুয়াশার কারণে এটি দুর্ঘটনা কবলিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিমান বিধ্বস্ত হওয়া জায়গাটির সর্বত্র লাশগুলো পড়ে ছিল বলে উল্লেখ করেন তিনি।
গৃহযুদ্ধে বিধ্বস্ত পূর্ব আফ্রিকান দেশটির কেন্দ্রীয় এলাকায় ইরল অবস্থিত।
গত কয়েক বছরে যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকবার বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এর আগে ২০১৫ সালে একটি বিমান দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়।
আজকের বাজার/এমএইচ