পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় সন্ধান মিলল অস্ত্র কারখানার।এ ঘটনায় ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম আবু সিদ্দিক লস্কর ওরফে খোঁড়া সিদ্দিক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর জেলা পুলিশের ক্যানিং থানার আমতলা গ্রামে।ভিওএ।
গোপনসূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপের তদন্তকারী কর্মকর্তারা শেখপাড়ার বাসিন্দা আবু সিদ্দিক লস্করের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে ১২টি ওয়ান শাটার, ৫টি লং রেঞ্জ পাইপগান-সহ মোট ১৯টি বন্দুক ও বাইশ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জামও উদ্ধার করে পুলিশ।
আজকের বাজার/লুৎফর রহমান