আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের ফলে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন,‘...আমাদের দক্ষ জনশক্তি প্রয়োজন। আর সে কারণেই আমরা কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এসময় প্রধানমন্ত্রী তিন দিনব্যাপী ২৩তম আইডিইবি জাতীয় সম্মেলন এবং‘স্কিলস রেডিনেস ফর অ্যাচিভিং এসডিজি এন্ড অ্যাডাপটিং আইআর ৪.০’শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর(ডিটিই)এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সহযোগিতায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ(আইডিইবি)এবং ফিলিপাইনের ম্যানিলার কলম্বো প্ল্যান স্টাফ কলেজ (সিপিএসসি) এ সম্মেলনের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী বলেন, আগামীতে শুধু বাংলাদেশেই নয় সারাবিশ্বের জন্যই দক্ষ জনশক্তির প্রয়োজন হবে।‘যারা বিদেশে যাবেন তাদেরকে কারিগরি বিষয়গুলোতে দক্ষ হয়ে যেতে হবে। আর সেজন্যই কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাতে পরিবর্তন করা হয়েছে।’
যেসব বেসরকারি প্রতিষ্ঠান প্রযুক্তিগত প্রশিক্ষণ দিচ্ছে সরকার তাদের সহায়তা করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন,‘একটি দেশ গঠনের জন্য দক্ষ জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমরা সব সময় মনে করি এবং দক্ষ জনশক্তি তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি।’ প্রধানমন্ত্রী বলেন, সরকার জনশক্তিকে এমনভাবে গড়ে তুলতে চায়, যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বের যে কোনো জায়গায় প্রতিযোগিতা করতে পারে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, সিপিএসসির মহাপরিচালক ও সম্মেলন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান রামহরি লামিচেনে এবং আইডিইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম শামসুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিইবি এবং সম্মেলন পরিচালনা কমিটির চেয়ারম্যান একেএমএ হামিদ। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান