দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সহযোগিতা করবে এডিবি

বাংলাদেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টি, পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

সোমবার(৭ ম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন।এডিবি’র পানি সম্পদ ব্যবস্থাপনা বিভাগের টিম লিডার জহিরউদ্দিন আহমদ এসময় তার সঙ্গে ছিলেন।খবর: বাসস।

বৈঠকে ঢাবি উপাচার্য ও এডিবি’র কাণ্ট্রি ডিরেক্টর বাংলাদেশে দক্ষ মানব সৃষ্টির লক্ষ্যে কারিগরি, বৃত্তিমূলক ও জ্ঞানভিত্তিক শিক্ষা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
দক্ষ মানব সম্পদ, টেকসই শিল্পনীতি এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে দেশের সার্বিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তারা বর্ণনা করেন।

বাংলাদেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টি, পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহের জন্য উপাচার্য অতিথিকে ধন্যবাদ জানান।

আরজেড/