ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ১ হাজার ৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ১৫৯ কোটি ৪৬ লাখ টাকা কম। গতকাল বুধবার ডিএসইতে ১ হাজার ১৬৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩২ পয়েন্ট কমে ৫ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৩ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৬২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।
আজকের বাজার: এলকে/এলকে ৬ জুলাই ২০১৭