ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে অ্যারামিট লিমিটেড।এদিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩৫ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৩৬ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শেয়ারটি আজ সর্বশেষ ৪৪৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৭৮ শতাংশ।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিম টেক্সটাইল, বসুন্ধরা পেপার মিলস, জুট স্পিনার্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক লিমিটেড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অ্যাপেক্স স্পিনিং ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড।
আরএম/