সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন দরপতনের তালিকার শীর্ষে অবস্থান করছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২০ দশমিক ৩৫ শতাংশ।
ডিএসই সূত্রে জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ২৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১২৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দরপতনে দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৫ দশমিক ৭২ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৪ দশমিক ২১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া দরপতনে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকে ১১ দশমিক ৮৬ শতাংশ, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সে ১১ দশমিক ৮৫ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকে ১১ দশমিক ৪৮ শতাংশ, মডার্ন ডাইংয়ে ১১ দশমিক ২৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কে ১১ দশমিক ১৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকে ১১ দশমিক ০৪ শতাংশ এবং ইমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজে ১০ দশমিক ৯১ শতাংশ দর কমেছে।
আজকের বাজার:এলকে/এলকে ১৪ অক্টোবর ২০১৭