দরপতনের শীর্ষে আরএকে সিরামিক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আরএকে সিরামিক লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬ টাকা বা ১০ দশমিক ৭৯ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৪৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে।  এদিন ৭০০ বারে কোম্পানির ৩ লাখ ৩৯ হাজার ৭০৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য এক কোটি ৬৮ লাখ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা বঙ্গজ লিমিটেডের ২৩ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ২৪৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮৭২ বারে ৪৫ হাজার ২৪৭টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ২ টাকা ২০ পয়সা বা  ৫ দশমিক ১৫ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, সাভার রিফ্যাক্ট্ররিজ, ইনটেক লিমিটেড, অগ্নি সিস্টেমস, ইস্টার্ন কেবলস, মেঘনা কনডেন্স মিল্ক ও ফু-ওয়াং ফুড লিমিটেড।

আরএম/