ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজারের শীর্ষে রয়েছে আর.এন স্পিনিং মিলস লিমিটেড। এদিন শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৮ শতাংশ কমেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৩ হাজার ৪৯০ বারে ৩৯ লাখ ১৩ হাজার ১০টি শেয়ার লেনদেন হয়।
লুজারের দ্বিতীয় স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংকের ৯ টাকা ৭ পয়সা বা ৭ দশমিক ৫৬ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৯৬ বারে দুই লাখ ৪৭ হাজার ৪৯৩টি শেয়ার লেনদেন করে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিআইএফসি, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক, এসপিসিএল, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ডরিন পাওয়ার।
সুত্র: অর্থসূচক