দরপতনের শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজারের শীর্ষে রয়েছে আল-হাজ্ব টেক্সটইল লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ৬ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৯৯ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১২০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির দুই হাজার ৬৩১ বারে ৮ লাখ ৯৪ হাজার ২৭১টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের দর কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৮৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৪৪৯ বারে ৬৬ লাখ ৫১ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন করে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দেশবন্ধু পলিমার, বারাকা পাওয়ার, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইন্টারন্যাশনাল লিজিং, জাহিন টেক্সটাইল টেক্সটাইল, মেঘনা কনডেন্স মিল্ক ও সেন্ট্রাল ফার্মা।