ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে রয়েছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৩০ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০ টাকা ৫০ পয়সা বেচাকেনা হয়েছে। ২ হাজার ৫৩১ বারে কোম্পানির ৭৫ লাখ ২৮ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৭ কোটি ৮৬ লাখ টাকা।
লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৮৮ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৬০ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়েছে। ৩ হাজার ৯৭৫ বারে কোম্পানির ৩২ লাখ ৪ হাজার ৯৬৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ২০ কোটি ১০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এম.এল ডাইং, কেপিসিএল, ভিএফএস থ্রেড ডাইং, প্যাসিফিক ডেনিমস, প্রাইম টেক্সটাইল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, এইচ আর টেক্সটাইল ও সাফকো স্পিনিং লিমিটেড।