ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে রয়েছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৭.০৭ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ২০ পয়সা বেচাকেনা হয়েছে। ৬৩৮ বারে কোম্পানির ১১ লাখ ৫১ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৫ লাখ টাকা।
লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট আগের দিনের চেয়ে ১০ পয়সা বা ২.৩৩ শতাংশ কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ৪ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়েছে। ১১২ বারে কোম্পানির ১৮ লাখ ৩৪ হাজার ৬৪৫টি ইউনিট লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৭৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সিমটেক্স, এমারেল্ড অয়েল, ফু-ওয়াং সিরামিক, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, এমএল ডাইং, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও বিডি ওয়েল্ডিং।