ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি বৃহস্পতিবার সর্বশেষ ১৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন এক হাজার ৬৪০ বারে কোম্পানির ৪৩ লাখ ৭০ হাজার ৩৫৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৬২ লাখ টাকা।
দরপতনে দ্বিতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৯৯ শতাংশ কমেছে। বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ১৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬৭ বারে ১৯ হাজার ৮৫৯টি শেয়ার লেনদেন করেছে।
দরপতনে তৃতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউ লিমিটেডের শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ২ শতাংশ কমেছে। বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ ১২৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩২২ বারে ৩৪ হাজার ১৭০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ লাখ টাকা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার, সমতা লেদার, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইমাম বাটন, মুন্নু সিরামিক, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও গ্লোবাল হেভি কেমিমক্যাল লিমিটেড।
আজকের বাজার : এলকে/এলকে ২১ সেপ্টেম্বর ২০১৭