ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। এদিন শেয়ারটির দর ৪০ পয়সা বা ৩ দশমিক ১০ শতাংশ কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২২০ বারে ৪ লাখ ৪২ হাজার ৬১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৫৪ লাখ ৮৪ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড। আজ ফান্ডটির ইউনিট প্রতি ৪০ পয়সা বা ৪ দশমিক ৮ শতাংশ দর কমেছে। ১৫ বারে ৬ হাজার ৮২১টি ইউনিট লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের ৩০ পয়সা বা ৩ দশমিক ৬১ শতাংশ দর কমেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তাকাফুল ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, সমতা লেদার কেপিপিএল, ভেনগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।