দরপতনের শীর্ষে এম.এল ডাইং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে উঠে এসেছে এম.এল ডাইং লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৭.৫২ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা ৯০ পয়সা বেচাকেনা হয়েছে। ৩ হাজার ৪৪৭ বারে কোম্পানির ২৮ লাখ ৬০ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৬ কোটি ১১ লাখ টাকা।

লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৭.৫৩ শতাংশ বা ৭০ পয়সা কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৮ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে। ৩৭৯ বারে কোম্পানির ৮ লাখ ৪৬ হাজার ৭৭৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৭৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্যালভো কেমিক্যাল, মেঘনা পেট, সাভার রিফ্যাক্ট্ররিজ, শ্যামপুর সুগার মিলস, এমবি ফার্মা, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড।