দরপতনের শীর্ষে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৮১ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে।  এদিন ১ বারে কোম্পানির  ১টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলের ২০ পয়সা বা ২ দশমিক  ৪৭ শতাংশ দর কমেছে। শেয়ারটি আজ সর্বশেষ ৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি এক হাজার ৪২ বারে ৩২ লাখ ৮৯ হাজার ৪২১টি শেয়ার লেনদেন করে।

লুজারের তৃতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ১ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৯ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ২০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১১ বারে ৮ হাজার ৭৪০টি শেয়ার লেনদেন করেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দুলামিয়া কটন, কনন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইমাম বাটন, কেপিপিএল, ফাইন ফুডস, আইপিডিসি ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

আরএম/