দরপতনের শীর্ষে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ‌এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ৫৩ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে।  এদিন ৭ বারে কোম্পানির ১০ হাজার ২০টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৭০ পয়সা বা ৩ দশমিক ১৪ শতাংশ দর কমেছে। শেয়ারটি আজ সর্বশেষ ২১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি ১৪ বারে ৪ হাজার ২৭৮টি শেয়ার লেনদেন করে।

লুজারের তৃতীয় স্থানে থাকা সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেডের ৭ টাকা ৬০ পয়সা বা ৩ দশমিক ৯৭ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ১৮৪ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫৫ বারে ২ হাজার ৯৯৩টি শেয়ার লেনদেন করেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, বিআইএফসি, জাহিন স্পিনিং, পেনিনসুলা, মোজাফফর হোসেন স্পিনিং, রহিম টেক্সটাইল ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

আরএম/