ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। আজ ফান্ডটির ইউনিট দর কমেছে ৮০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ফান্ডটি আজ সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৯৮ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, মেঘনা পেট, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।
রাসেল/