দরপতনের শীর্ষে কেএন্ডকিউ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ৩ জানুয়ারি  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষে দর কমার শীর্ষে  উঠে এসেছে কেঅ্যান্ডকিউ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ১৪৫.৫০ টাকা থেকে কমে ১৩৮.২০ টাকায় নেমে গেছে। অর্থাৎ শেয়ার দর ৭.৩০ টাকা বা ৫.০১ শতাংশ কমেছে। এ কারণে কোম্পানিটি ডিএসইর দর কমার তালিকার শীর্ষে উঠে আসে।

এ  তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দুলামিয়া কটনের ৩.৭৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩.৩৯ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩.২১ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৯ শতাংশ, ইফাদ অটোসের ২.৮২ শতাংশ, বঙ্গজের ২.৭০ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ২.৬০ শতাংশ এবং সিনো বাংলার শেয়ার দর ২.৫৫ শতাংশ কমেছে।

আজকের বাজার:এসএস/৩জানুয়ারি ২০১৮