ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ সেপ্টেম্বর মঙ্গলবার টপটেন দরপতনের তালিকার শীর্ষে অবস্থান করছে কে অ্যান্ড কিউ লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৯৯ শতাংশ।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি মঙ্গলবার সর্বশেষ ১৪৫ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ৩০১ বারে কোম্পানির ৩৭ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৬ লাখ টাকা।
দরপতনে দ্বিতীয় স্থানে থাকা নর্দার্ণ জুটের শেয়ার দর ২১ টাকা ৩ পয়সা বা ৩ দশমিক ৩৭ শতাংশ কমেছে। মঙ্গলবার শেয়ারটির সর্বশেষ ৬১০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি এক হাজার ৮৮৬ বারে ১ লাখ ২০ হাজার ৫৭২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৪ লাখ টাকা।
দরপতনে তৃতীয় স্থানে থাকা ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ২ শতাংশ কমেছে। ৫ সেপ্টেম্বর কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২২৪ বারে ১ লাখ ১৩ হাজার ১০২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৫ লাখ ৩২ হাজার টাকা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট ফিন্যান্স, সমতা লেদার কমপ্লেক্স, মডার্ণ ডাইং, বিবিএস ক্যাবলস, রহিমা ফুড, লিবরা ইনফিউশন ও ফরচুন সুজ লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে/৫ সেপ্টেম্বর ২০১৭