দরপতনের শীর্ষে জিলবাংলা সুগার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৮.৪৩ শতাংশ বা ৩ টাকা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে। ৩৯ বারে কোম্পানির ৬ হাজার ৯৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল  ২ লাখ টাকা।

লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৩.৩৪ শতাংশ বা ২ টাকা  কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে।  ৫ বারে কোম্পানির ৭৬৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৪৩ হাজার টাকা।

লুজারের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪১ শতাংশ বা ৮০ পয়সা কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৪ টাকা দরে বেচাকেনা হয়েছে।

লুজারের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল, রুপালী ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, হামিদ ফেব্রিক্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড।