ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৭ শতাংশ বা ৯ টাকা ৫০ পয়সা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ৮০ পয়সা বেচাকেনা হয়েছে। ৫৩ বারে কোম্পানির ৪ হাজার ১১০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩ লাখ টাকা।
লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৯.৯৪ শতাংশ বা ১০ টাকা ৬০ পয়সা কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৯৬ টাকায় বেচাকেনা হয়েছে। ৬৪ বারে কোম্পানির ৪ হাজার ৩৮৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৪ লাখ টাকা।
লুজারের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এইচআর টেক্সটাইল, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, সমতা লেদার, প্রভাতি ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইমাম বাটন ও ফ্যাস ফিন্যান্স লিমিটেড।