প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের শীর্ষে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭০ পয়সা বা ৬ দশমিক ৮৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
শেয়ারটি আজ সর্বশেষ ৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৫২৪ বারে কোম্পানির ৭ লাখ ৯৪ হাজার ৭২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৫ লাখ টাকা।
এ তালিকার দ্বিতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্স ৯০ পয়সা বা ৩ দশমিক ৭৭ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ২৩ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫৯ বারে ২৮ হাজার ৪২১টি শেয়ার লেনদেন করেছে। তৃতীয় স্থানে থাকা নর্দার্ন জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ২৩ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ১৭ শতাংশ দর কমেছে।
এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বীচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, জনতা ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, সোনালী আঁশ, ডাচবাংলা ব্যাংক ও বাংলাদেশ জেনারেল ইনন্স্যুরেন্স লিমিটেড।
আজকের বাজার:এসএস/১জানুয়ারি ২০১৮