দরপতনের শীর্ষে দুলামিয়া কটন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ সেপ্টেম্বর রোববার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে দুলামিয়া কটন লিমিটেড। রোববার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ।

ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শেয়ারটি রোববার সর্বশেষ ১৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ১০১ বারে কোম্পানির ৫৪ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ লাখ ৭৫ হাজার টাকা।

দরপতনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের শেয়ার দর ১১ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৪ শতাংশ কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ১৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪৪৯ বারে ২ লাখ ১৯ হাজার ৬৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৩ লাখ টাকা।

দরপতনে তৃতীয় স্থানে থাকা সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেডের শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ১৩ শতাংশ কমেছে। ১০ সেপ্টেম্বর শেয়ারটির সর্বশেষ ৮৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৩ বারে এক হাজার ৯৩৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৪ লাখ টাকা।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার মিলস, উসমানিয়া গ্লাস, গ্রামীণ স্কিম-২, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, লিগ্যাসি ফুটওয়্যার ও অ্যাপেক্স স্পিনিং লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে/ ১০ সেপ্টেম্বর ২০১৭