দরপতনের শীর্ষে দুলামিয়া কটন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দরপতনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৯০পয়সা বা ৯ দশমিক ১৭ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরামিট লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ৭ দশমিক ১২ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমবি ফার্মার ৬ দশমিক ৬০ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২৭ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬ দশমিক ২৪ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৫ দশমিক ৯৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫ দশমিক ৫০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ দশমিক ৩৯ শতাংশ এবং কে অ্যান্ড কিউয়ের ৫ দশমিক ২৩ শতাংশ শেয়ার দর কমেছে।

রাসেল/