ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬ জুলাই রোববার টপটেন দর পতনের শীর্ষে রয়েছে নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। এদিন শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৬৪ শতাংশ কমেছে।
ডিএসই'র তথ্য অনুযায়ী, শেয়ারটি রোববার সর্বশেষ ২৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ২ হাজার ২৬১ বারে কোম্পানির ৪৪ লাখ ৭৩ হাজার শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৫৫ লাখ টাকা।
দর পতনের দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের দর ৬ দশমিক ০৫ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ৫ হাজার ১৪৬ বারে ১ কোটি ২৮ লাখ ৪৮ হাজার শেয়ার লেনদেন হয়।
দর পতনের তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির দর ৩ দশমিক ৩১ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ২৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ৪৫ বারে ১৪ হাজার শেয়ার লেনদেন করেছে।
দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেয়া কসমেটিকস, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, ফার্স্ট ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১৬ জুলাই ২০১৭