ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ জুলাই সোমবার টপটেন দরপতন তালিকার শীর্ষে অবস্থান করছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ২৪ জুলাই কোম্পানিটির শেয়ারের দর কমেছে দশমিক ৯ শতাংশ।
ডিএসই'র তথ্য অনুযায়ী, শেয়ারটি সোমবার সর্বশেষ ২১ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ১১৯ বারে কোম্পানির ৭৫ হাজার ৮৫৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ লাখ ১৪ হাজার টাকা।
দরপতনে দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার দর ৬০ পয়সা বা ৩ দশমিক ০৮ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ১৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮৪৭ বারে ১৯ লাখ ১৭ হাজার ১০০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা।
দরপতনের তৃতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ২ টাকা বা ৩ দশমিক ৫০ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ৫৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৪ বারে ৬১ হাজার ২৯২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ লাখ ৬ হাজার টাকা।
দরপতন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, এবং কে অ্যান্ড কিউ লিমিটেড।
আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুলাই ২০১৭