ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। সোমবার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৫২ শতাংশ।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি সোমবার সর্বশেষ ২৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন এক হাজার ৩১৫ বারে কোম্পানির ২২ লাখ ৮৮ হাজার ৩৩০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৭১ লাখ টাকা।
দরপতনে দ্বিতীয় স্থানে থাকা সাভার রিফ্যাক্টরিজের শেয়ার দর ৬ টাকা বা ৬ দশমিক ৫৯ শতাংশ কমেছে। সোমবার কোম্পানিটি সর্বশেষ ৮৫ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩২ বারে ২ হাজার ১৭১টি শেয়ার লেনদেন করেছে।
দরপতনে তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার বাংক লিমিটেডের শেয়ার দর ৭০ পয়সা বা ৪ দশমিক ১৪ শতাংশ কমেছে। সোমবার শেয়ারটির সর্বশেষ ১৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৬৮৭ বারে ৭৭ লাখ ৩১ হাজার ৪৩৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ টাকা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে অ্যাপেক্স ফুটওয়্যার, নিটল ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক।
আজকের বাজার : এলকে/এলকে ২০ সেপ্টেম্বর ২০১৭