দরপতনের শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ মে সোমবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৭৭ শতাংশ কমেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৪০ বারে ৭ লাখ ৯১ হাজার ২৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার ৩ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ১২ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬ বারে ১ হাজার ১৯১টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ০৯ শতাংশ দর কমেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দুলামিয়া কটন, এনসিসি ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, রূপালী ব্যাংক, শ্যামপুর সুগার এবং আমরা টেকনোলজি লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে/৩০ মে ২০১৭