ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮ সেপ্টেম্বর সোমবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৪৪ শতাংশ।
ডিএসই’র তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৫৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ১ বারে কোম্পানির ৯০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ হাজার টাকা।
দরপতনে দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর ৩ টাকা বা ২ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ১০৭ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪২৩ বারে ৯৭ হাজার ৮৭৭টি শেয়ার লেনদেন করেছে।
দরপতনে তৃতীয় স্থানে থাকা শাশা ডেনিমস লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ৬২ শতাংশ কমেছে। শেয়ারটির সর্বশেষ ৬৪ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩১৩ বারে ২ লাখ ৩০ হাজার ৯৩৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৯ লাখ টাকা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, মুন্নু সিরামিক, মেঘনা সিমেন্ট, মুন্নু জুট স্ট্যাফলার্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বিডি অটোকার্স ও হাক্কানি পাল্প লিমিটেড।
আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭