ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার দরপতনের শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড। আজ শেয়ারটির ৯০ পয়সা বা ৬ দশমিক ৬৭ শতাংশ দর কমেছে। এদিন এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দরপতন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৩৬ বারে ১১ লাখ ১০ হাজার ২০৭টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাভার রিফ্রাক্টরিজ লিমিটেড। আজ শেয়ারটির ৩ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৭৬ শতাংশ দর কমেছে। শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৫৫ টাকা ৬০ পয়সা দরে। এদিন কোম্পানিটি মাত্র ১ বারে ২০টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ১ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৫০ শতাংশ দর কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইসলামী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ইসলামিক ফাইন্যান্স ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।
সুত্র: অর্থসূচক