১৪ডিসেম্বর, বৃহস্পতিবার দরপতনের শীর্ষে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৮১ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন এক হাজার ২৫৪ বারে কোম্পানির ৭ লাখ ৮৮ হাজার ১০৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪ লাখ টাকা।
এ তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ২ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ৩৯ শতাংশ দর কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৫৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ১৫ বারে ৯ লাখ ৩৮ হাজার ২৮৩টি শেয়ার লেনদেন করেছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ২ দশমিক ২৯ শতাংশ। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই অ্যালুমিনিয়াম, বিডি অটোকার্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম লিমিটেড, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড।
আজকের বাজার:এসএস/১৪ডিসেম্বর ২০১৭