দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের তালিকার শীর্ষে অবস্থান করছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৫ দশমিক ৯৩ শতাংশ।

ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ৮৯ লাখ ৭৯ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৪ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ২০ দশমিক ৫৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৬ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১৮ দশমিক ৪৪ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৯৯ লাখ ১৭ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ে ১৫.৩৩ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ১৫.১৮ শতাংশ, ফাস ফাইন্যান্সে ১৩.০২ শতাংশ, রুপালী ব্যাংকে ১২.২৭ শতাংশ, প্যাসিফিক ডেনিমসে ১১.৩৮ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সে ১০.৭৬ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সে ১০.০৪ শতাংশ দর কমেছে।

আজকের বাজার:এলকে/এলকে/১৯ মে ২০১৭