বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যরেন্স ২৪ সেপ্টেম্বর রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে। শেয়ারটির দর কমেছে ১৪ টাকা ৮০ পয়সা বা ১৭ দশমিক ৮৭ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি রোববার সর্বশেষ ৬৮ টাকা দরে লেনদেন হয়। এদিন ডিএসইতে কোম্পানিটির ওপেনিং প্রাইজ ছিল ৬৯ টাকা। রোববার কোম্পানিটি ৪০৪ বারে ১ লাখ ৮৩ হাজার ৮০৯টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্স মিল্কের ৩০ পয়সা বা ১ দশমিক ৮৪ শতাংশ দর কমেছে। রোববার শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের দর কমেছে ৯০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি রোববার সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ১০ পয়সা দরে। এদিন ৩৮ বারে কোম্পানির ২০ হাজার ৯৪০টি শেয়ার লেনদেন হয়।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তাকাফুল ইন্স্যুরেন্স, নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাবচারিং কোম্পানি, নুরানি ডাইং, গ্লোবাল হেভি কেমিক্যাল ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।
আজকের বাজার: এলকে / এলকে ২৪ সেপ্টেম্বর ২০১৭